100+ Quiz Questions on Netaji Subhas Chandra Bose in Bengali – নেতাজি সুভাষচন্দ্র বসু কুইজ

100+ Quiz Questions on Netaji Subhas Chandra Bose in Bengali – নেতাজি সুভাষচন্দ্র বসু কুইজ

আজকের এই পোস্টে আমরা দেখে নেবো নেতাজি সুভাষচন্দ্র বসু কুইজ সম্পর্কিত কিছু প্রশ্ন ও উত্তর। uiz Questions on Netaji Subhas Chandra Bose in Bengali ।

নেতাজির প্রকৃত নাম কি ?
নেতাজির প্রকৃত নাম – নেতাজি সুভাষচন্দ্র বসু।

নেতাজি কবে জন্মগ্রহণ করেন ?
২৩শে জানুয়ারি ১৮৯৭ সালে নেতাজি সুভাষচন্দ্র বসু জন্মগ্রহণ করেছিলেন।

নেতাজি কোথায় জন্মগ্রহণ করেন ?
২৩শে জানুয়ারি ১৮৯৭ সালে নেতাজি অধুনা ওড়িশার কটকে জন্মগ্রহণ করেছিলেন ।

নেতাজির পিতা কে ছিলেন ?
নেতাজির পিতার নাম ছিল জানকীনাথ বসু। তিনি ছিলেন পেশায় উকিল এবং আইনজীবী।

নেতাজির মাতার নাম কি ?
নেতাজির মাতা হলেন প্রভাবতী বসু ।

সুভাষচন্দ্র বসু তাঁর পিতা-মাতার কততম সন্তান ছিলেন ?
সুভাষচন্দ্র বসু তাঁর পিতা-মাতার নবম সন্তান ও ষষ্ঠ পুত্র ছিলেন। তাঁর পিতা-মাতার মোট ১৪জন সন্তান ছিল ।

নেতাজির স্ত্রীর নাম কি ছিল ?
নেতাজির স্ত্রী হলেন – এমিলি শেঙ্কল । ১৯৩৭ সালে কোনোরূপ অনুষ্ঠান বা স্বাক্ষী ছাড়াই এই বিবাহ হয়।

জাতীয় পরাক্রম দিবস কার জন্মদিনে পালন করা হয় ?
নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে জাতীয় পরাক্রম দিবস পালন করা হয়। ২০২১ সালে ভারত সরকারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার জন্মবার্ষিকীকে জাতীয় পরাক্রম দিবস বলে ঘোষণা করেন। স

সুভাষচন্দ্র বসু মোট কতবার জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হয়েছিলেন ?
দুইবার ।

জাতীয় কংগ্রেসের প্রথম নির্বাচিত সভাপতি কে ছিলেন ?
নেতাজি সুভাষচন্দ্র বসু ।

১৯৩৯ সালে নেতাজি জাতীয় কংগ্রেস থেকে পদত্যাগ করলে কে জাতীয় কংগ্রেসের সভাপতি নিযুক্ত হন ?
রাজেন্দ্র প্রসাদ ।

১৯৩৮ সালে কাকে হারিয়ে নেতাজি কংগ্রেসের সভাপতি নির্বাচিত হয়েছিলেন ?
গান্ধীজির মনোনীত প্রার্থী পট্টভি সীতারামাইয়াকে হারিয়ে ।

কবে এবং কে ফরওয়ার্ড ব্লক গঠন করেন ?
১৯৩৯ সালে নেতাজি ফরওয়ার্ড ব্লক গঠন করেছিলেন ।

সুভাষচন্দ্র বসুর সর্বাধিক জনপ্রিয় স্লোগান কি ছিল ?
“জয় হিন্দ “।

সুভাষচন্দ্র বসুর সর্বাধিক জনপ্রিয় স্লোগান কি ছিল ?
“জয় হিন্দ “।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *