100+ Bengali Happy Holi Wishes – শুভ দোলপূর্ণিমার শুভেচ্ছাবার্তা স্ট্যাটাস ক্যাপশন

Bengali Happy Holi Wishes : সামনেই আসতে চলেছে শুভ দোল পূর্ণিমা। এই রংখেলায় প্রিয়জনকে জানান সুন্দর সুন্দর শুভেচ্ছাবার্তা । সাথে দেওয়া রইলো দোল পূর্ণিমার ক্যাপশন ও স্ট্যাটাস । Happy Holi Captions ।

Bengali Happy Holi Wishes

Happy Holi Wishes
Happy Holi Wishes

শুভ দোলযাত্রা ও হ্যাপি হোলি।

শুভ দোলযাত্রা ও হ্যাপি হোলি
শুভ দোলযাত্রা ও হ্যাপি হোলি

ওই, একটু বলবে প্লিজ, তোমার কোন রং পছন্দ ?
হোলিতে তোমাকে সেই রংটাই মাখাতে চাই।

খেলবো হোলি রং দেবো না
খেলবো হোলি রং দেবো না

খেলবো হোলি রং দেবো না,
তাই কখনও হয়।
এসেছে হোলি এসেছে।

দোলপূর্ণিমার স্টেটাস

দেওয়া রইলো সুন্দর সুন্দর দোলপূর্ণিমার স্টেটাস।

দোল পূর্ণিমার
প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা
দোল পূর্ণিমার প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা

সবাইকে জানাই শুভ দোল পূর্ণিমার
প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা।

দোলযাত্রার একরাশ শুভেচ্ছা ও অভিনন্দন
দোলযাত্রার একরাশ শুভেচ্ছা ও অভিনন্দন

দোলযাত্রার একরাশ শুভেচ্ছা ও অভিনন্দন !!

শুভ দোল পূর্ণিমা
শুভ দোল পূর্ণিমা

এই রঙের উৎসবটি সবার আনন্দে এবং খুশিতে কাটুক !!
শুভ দোল পূর্ণিমা।

Best Bangla Happy Holi Messages

রঙে রঙে – বর্ণময় হয়ে উঠুক সবার হৃদয়
রঙে রঙে – বর্ণময় হয়ে উঠুক সবার হৃদয়

রঙে রঙে – বর্ণময় হয়ে উঠুক সবার হৃদয়।
আসন্ন দোলপূর্ণিমায় সুখে স্বাচ্ছন্দ্যে ভরে উঠুক সবার জীবন–দোল পূর্ণিমার শুভেচ্ছা ও হ্যাপি হোলি !!

সবার খুব ভালো কাটুক এবারের দোলযাত্রা।

নিরাপদ হোলির শুভেচ্ছা
নিরাপদ হোলির শুভেচ্ছা

সকলকে জানায় নিরাপদ হোলির শুভেচ্ছা।
তোমার আনন্দ যেন অপরের নিরানন্দের কারণ না হয়ে ওঠে ! দোলযাত্রার আন্তরিক অভিনন্দন রইল !!

Happy Holi
Happy Holi
আবিরের রঙে রাঙা হয়ে উঠুক সবার অন্তর
আবিরের রঙে রাঙা হয়ে উঠুক সবার অন্তর

আবিরের রঙে রাঙা হয়ে উঠুক সবার অন্তর !
শুভ দোল পূর্ণিমা।

এবারের দোলযাত্রা
এবারের দোলযাত্রা

এবারের দোলযাত্রা
সকলের জীবন হয়ে উঠুক
আরও বর্ণময় !

বন্ধ দুচোখের নিভু নিভু কালোয়,
যে আলোয় ভেসে আসো তুমি।
মনে হয়, মিশে যাই, তোমার আরো কাছে,
হ্যাপি হোলি

রঙে রঙে রাঙিয়ে দাও এই মন, এই ভুবন…
মেতে ওঠো সবে রঙের উৎসবে।
শুভ দোলযাত্রা।।

দোল পূর্ণিমার গান

ওরে গৃহবাসী খোল্‌, দ্বার খোল্‌, লাগল যে দোল।
স্থলে জলে বনতলে লাগল যে দোল।
দ্বার খোল্‌, দ্বার খোল্‌॥
রাঙা হাসি রাশি রাশি অশোক পলাশে,
রাঙা নেশা মেঘে মেশা প্রভাত-আকাশে,
নবীন পাতায় লাগে রাঙা হিল্লোল।
দ্বার খোল্‌, দ্বার খোল্‌॥
বেণুবন মর্মরে দখিন বাতাসে,
প্রজাপতি দোলে ঘাসে ঘাসে।
মউমাছি ফিরে যাচি ফুলের দখিনা,
পাখায় বাজায় তার ভিখারির বীণা,
মাধবীবিতানে বায়ু গন্ধে বিভোল।
দ্বার খোল্‌, দ্বার খোল্‌॥

ওরে ভাই, ফাগুন লেগেছে বনে বনে–
ডালে ডালে ফুলে ফুলে পাতায় পাতায় রে,
আড়ালে আড়ালে কোণে কোণে॥
রঙে রঙে রঙিল আকাশ, গানে গানে নিখিল উদাস–
যেন চল-চঞ্চল নব পল্লবদল মর্মরে মোর মনে মনে। ।
হেরো হেরো অবনীর রঙ্গ,
গগনের করে তপোভঙ্গ।
হাসির আঘাতে তার মৌন রহে না আর,
কেঁপে কেঁপে ওঠে খনে খনে।
বাতাস ছুটিছে বনময় রে, ফুলের না জানে পরিচয় রে।
তাই বুঝি বারে বারে কুঞ্জের দ্বারে দ্বারে
শুধায়ে ফিরিছে জনে জনে॥

আরও দেখে নাও –

 75+ Subho Bhaifota 202৪ – শুভ ভ্রাতৃদ্বিতীয়া – ভাইফোঁটার শুভেচ্ছা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *