75+ Subho Bhaifota 2023 – শুভ ভ্রাতৃদ্বিতীয়া – ভাইফোঁটার শুভেচ্ছা

Subho Bhaifota 2023 : ভাই-বোনের পবিত্র ভালোবাসার উৎসব হল ভাইফোঁটা। কার্তিক মাসের শুক্লাদ্বিতীয়া তিথিতে অনুষ্ঠিত হয় ভ্রাতৃদ্বিতীয়া বা ভাইফোঁটা। হিন্দু ধর্মে এই উৎসবের গুরুত্ব অপরিসীম। বোনেরা এই দিনে তাদের ভাইদের দীর্ঘায়ু কামনা করে থাকে। ভাই-এর কপালে চন্দন বা দইয়ের ফোঁটা দিয়ে ভাইদের দীর্ঘায়ু, সাফল্য ও সুস্বাস্থের কামনা করে থাকে বোনেরা এই দিনে। অন্যদিকে ভাই-রা তাদের বোনেদের সারাজীবন আগলে রাখার প্রতিশ্রুতি দেয়। আমাদের সাইটের পক্ষ থেকে আসন্ন এই ভাইফোঁটা উৎসবের জন্য কিছু সুন্দর সুন্দর ভাইফোঁটা সম্পর্কিত উক্তি, ভাইফোঁটা সম্পর্কিত ছবি, ভাইফোঁটা স্ট্যাটাস, ভাইফোঁটা ক্যাপশন দেওয়া রইলো।

আধুনিকতার এই যুগে কর্মসূত্রে বা অন্য কারণে হয়তো ভাই-বোনেরা একসাথে হয়ে এই উৎসব পালন করতে পারে না। কিন্তু টেলিকম্যুনিকেশন -এর এই যুগে দূরে থেকেও ভাইফোঁটার শুভেচ্ছা জানানো যায় হোয়াটস্যাপ, ফেইসবুক , ইনস্টাগ্রামের মাধ্যমে। দুধের স্বাদ কিছুটা হলেও এই ভাবেই ঘোল দিয়ে মেটাতে হয়। এই এর জন্যই আমাদের তরফ থেকে দেওয়া রইলো Subho Bhaifota 2023 pic, status, caption in bengali.

Also Check : Happy Diwali Images, Wishes In Bengali 2022 – শুভ দীপাবলির শুভেচ্ছা

2023 সালের ভাইফোঁটা কবে?

২০২৩ সালে ১৫ই নভেম্বর (বুধবার ) পালিত হলে চলেছে ভাইফোঁটা উৎসব। সকাল থেকেই এই দিন শুরু হয়ে যাবে বোনেদের ভাইদের ফোঁটা পর্ব। সকাল সকাল স্নান করে, খালি পেটে, সেজে গুঁজে ভাই ও বোনেরা তৈরী হয় এই উৎসবের জন্য।

ভাইফোঁটার পৌরাণিক কাহিনী

ভাইফোঁটা গল্প : পৌরাণিক কাহিনী অনুযায়ী ধর্ম ও মৃত্যুর দেবতা যম তাঁর বোন যমুনার ঘরে যান নিমন্ত্রণ রক্ষা করতে। কার্তিক মাসের শুক্লাদ্বিতীয়াতে যমুনা তার ভাই যমের কপালে চন্দনের ফোঁটা দিয়ে আরতি করে ঘরে আনেন এবং যত্ন করে তাকে খাওয়ান। যমুনার আতিথেয়তায় যম অত্যন্ত খুশি হন এবং আশীর্বাদ করেন যে এই দিনে যারা বোনের হাত থেকে ফোঁটা নেবে তারা নরক যাত্রা থেকে মুক্তি পাবে। সেই থেকেই ভাইফোঁটার প্রচলন।

Subho Bhaifota 2023

দেওয়া রইলো কতগুলি সুন্দর সুন্দর Subho Bhaifota 2023 ছবি।

ভাইয়ের কপালে দিলাম ফোঁটা
যমের দুয়ারে পরলো কাঁটা
যমুনা দেয় যমকে ফোঁটা
আমি দিই আমার ভাইকে ফোঁটা।

Bhaier kopale dilam phonta
Jomer duare porlo kanta
Jomuna Dei jomke phonta
Ami di amar bhaike phonta

যমের দুয়ারে পড়বে কাঁটা এমন শুভ দিনে,
প্রেম প্রীতি ভালোবাসায় রেখো বোনকে মনে।

শুভ ভ্রাতৃদ্বিতীয়া
শুভ ভ্রাতৃদ্বিতীয়া

ভাইবোনের এই পবিত্র বন্ধন সারাজীবন অটুট থাকুক।
সকল ভাইবোনকে জানাই ভাইফোঁটার শুভেচ্ছা ও ভালোবাসা।

ভাইফোঁটার এই শুভক্ষণে
দিলাম ফোঁটা তোকে অনেক যতনে।
ভাইবোনের এই মধুর বন্ধন
অটুট থাকুক সারাজীবন।

আজ হল ভাইফোঁটা
বরণ ডালা সাজাব মোরা
ভাইয়ের কপালে পরিয়ে ফোঁটা
যমের দুয়ারে দেব কাঁটা।
ভাই আমার মনের মতো
থাকিস ভাই তুই অক্ষত।
সকলকে জানাই ভাইফোঁটার শুভেচ্ছা।

ভাই-বোন মানে যে কোনো পরিস্থিতিতে
একে অপরের সাথে থাকা।

শুভ ভাই ফোঁটা শুভেচ্ছা ছবি

দেওয়া রইলো শুভ ভাই ফোঁটা শুভেচ্ছা ছবি

বোন মানে ভগবানের দেওয়া স্পেশাল গিফট
যা সকলের কাছে থাকে না।

শুভ ভাই ফোঁটা শুভেচ্ছা ছবি
শুভ ভাই ফোঁটা শুভেচ্ছা ছবি

দিদি মানেই দ্বিতীয় মা।
যার দিদি আছে সেই পৃথিবীর
সবচেয়ে বেশি ভাগ্যবান।

ভাই-বোনের সম্পর্কটা
ভালোবাসার এমন এক অধ্যায়
যেখানে ভালোবাসার শুরু আছে,
কিন্তু শেষ নেই।

ভাইফোঁটার অগ্রিম শুভেচ্ছা
ভাইফোঁটার অগ্রিম শুভেচ্ছা

Happy Bhai Phota 2022

দেওয়া রইলো Happy Bhai Phota 2022 উক্তি , ক্যাপশন, ছবি ।

ভাই-বোন মানে
দূরে গেলে মিস করা।
কাছে থাকলেই
ঝগড়া করা।

পুব আকাশে সূর্য হাসে
সোনা ভরা সকালে,
বোন দেবে আজ ফোঁটা
ভাইয়ের কপালে।
শুভ ভাইফোঁটা।

প্রেম প্রীতি আর স্নেহ দিয়ে গড়া
মোদের ভাই বোনের এই বন্ধন,
লক্ষ্য প্রাণের টানে হৃদয় মিলিয়ে
ভালোবাসার দ্বীপ যাবো জ্বালিয়ে,
জীবন যুদ্ধে যদি পরি কেউ পিছিয়ে
বেদনা কাতর চোখের জল দেবো মুছিয়ে।

জ্বালিয়ে প্রদীপ ডালা সাজিয়ে নিয়ে
চন্দন আর চোখে কাজল দিয়ে,
ভাইয়ের শুভ কামনায় ঘরে ঘরে
আজ দেবে ফোঁটা বোন মন্ত্র পরে।

বিশ্ব জোড়া ভাই আছে
বোনের আদর পাবে সবার কাছে
শুধু মনের আগল খুলে রাখা চাই
ভাই বিনা জীবনের কদর নাই,
শুভ ভ্রাতৃদ্বিতীয়া।

পায়নি যে ভাই বোনের মমতা
যে বোনের ভাই দেয়নি বিধাতা
ভাগ্য জেনেছে নীরবে মেনেছে
তাদের মনের ব্যথা
মানতে চাইনি তবু যাদের মন
তারাই নিয়েছে পাতিয়ে ভাই বোন
আজকের শুভদিনে জড়াতে বন্ধনে
তাদের কত আয়োজন।

Bhai fota Wishes in Bengali

দেওয়া রইলো খুব সুন্দর সুন্দর কতগুলি Bhai fota Wishes in Bengali ।

পুব আকাশে সূর্য হাসে
সোনা ভরা সকালে ,
বোন আজ দেবে ফোঁটা
ভাইয়ের কপালে।

Bhai fota Wishes in Bengali
Bhai fota Wishes in Bengali

ভাইফোঁটা নয়, শুধু উপহারের বিনিময়,
এ যে বাঁধে একসূত্রে ভালোবাসার হৃদয় ।

bhai fotar subhecha
bhai fotar subhecha

ভ্রাতৃদ্বিতীয়ার এই পবিত্র দিনে,
সুখে থাকুক সকল ভাইবোনেরা।
শুভ ভ্রাতৃদ্বিতীয়া!

Happy Bhai Phonta
Happy Bhai Phonta

যদি ফোঁটা হতো বছরে প্রতিদিন
জমতো আড্ডা খুশিতে চিরদিন,
পাওনা গণ্ডার মিষ্টি ঝগড়ায়
জীবন হতো রঙ্গীন।
শুভ ভাইফোঁটা

ভাইফোঁটার শুভেচ্ছা বার্তা
ভাইফোঁটার শুভেচ্ছা বার্তা
Bhai Phota Wishes In Bengali
Bhai Phota Wishes In Bengali

ভাইফোঁটা সম্পর্কিত কিছু তথ্য

ভাইফোঁটা বা ভ্রাতৃদ্বিতীয়া হলো ভাই ও বোনেদের এক পবিত্র উৎসব। কার্তিক মাসে শুক্লাদ্বিতীয়া তিথিতে কালীপূজার পর এই উৎসব অনুষ্ঠিত হয়। পঞ্জীকা অনুযায়ী কখনো কখনো কার্তিক মাসের শুক্লপক্ষের প্রথম দিনেও উদযাপিত হয়ে থাকে।

দেখে নাও : ভারতের বিভিন্ন রাজ্যের উৎসব তালিকা

পশ্চিমবঙ্গে যেটি ভাইফোঁটা সেটি পশ্চিম ভারতে ভাইদুজ এবং নেপাল ও দার্জিলিং পার্বত্য অঞ্চলে ভাইটিকা নামে পরিচিত।

এই দিনে দিদি ও বোনেরা তাদের ভাই / দাদাদের জন্য দীর্ঘজীবন কামনা ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *