100+ Best Sad Caption Bangla – বেস্ট ক্যাপশন বাংলা – দুঃখের ক্যাপশন

Sad Caption Bangla : প্রতিটি মানুষের জীবনের এক অধ্যায় “না পাওয়ার” । সকলেই কখনো না কখনো , কোনো না কোনো মুহূর্তে অভিজ্ঞতা করেছে এই না পাওয়াকে। অনেক ক্ষেত্রে কোনো পার্থিব বস্তু , অনেকক্ষেত্রে আবার মনের প্রায় মানুষটিকে না পাওয়ার যন্ত্রনা। প্রেম-ভালোবাসা-বিরহ এই সবের মাঝেই সকলের জীবন বাঁধা। ছোট্ট একটু ভুল বোঝাবুঝি বা কখন পরিস্থিতির চাপে যখন কেউ বাধ্য হয় জীবনের এই কষ্টের সমুদ্রে পাড়ি দিতে, তখন মনে আসে আকণ্ঠ বিরহ। সেই বিরহ অনেকক্ষেত্রে আমাদের মনেই থেকে যায়। মুখ খুলে কাউকে বলতে বা বোঝাতে পারা যায় না।

এরকম অনেক দুঃখের ক্যাপশন নিয়ে আজকের আমাদের এই পোস্ট। এই ক্যাপশন গুলোর সাথে আমাদের জীবনের অনেক মিল আমরা খুঁজে পায়। তাই পড়তে ও শেয়ার করতে ভালো লাগে। সেই রকমই কিছু সুন্দর সুন্দর বেস্ট ক্যাপশন বাংলা নিয়ে আজকে আমাদের এই পোস্ট ।

Sad Caption Bangla

দেওয়া রইলো খুব সুন্দর সুন্দর কতগুলি Sad Caption Bangla ।

ভালো থাকিস !
মনে পড়লে আমায়
চোখের জলে আঁকিস।

Sad Caption Bangla FB
Sad Caption Bangla FB

একসময় তোমাকে দেখে না পেয়ে
যত কষ্ট পেয়েছে ,
এখন হয়তো দেখতে পেলে ,
তার শতগুন বেশি কষ্ট পাবো।

ছোট ছিলাম
সব ভুলে যেতাম।
সবাই বলতো
“মনে রাখতে শেখো “
বড়ো হলাম
কিছু ভুলিনা এখন
কিছু সবাই বলছে
“ভুলে যেতে শেখো”।

কিছু গল্পের ইতি থাকে না
মাঝপথেই তা শেষ হয়ে যায়।

FB Caption Bangla
FB Caption Bangla

FB Caption Bangla

খুব সুন্দর কতগুলি fb caption bangla দেওয়া রইলো ।

তারা নিজে থেকে এসে
নিজে থেকেই হারিয়ে যায়।

Facebook Caption Bangla
Facebook Caption Bangla

তুমি মানে আমার সেই স্বপ্ন
যা আমি রোজ দেখি
আর রোজ ভাঙে !

তোমার শহরে আমি কোথাও নেই ,
আমার শহরটাই তুমি।

বেস্ট ক্যাপশন বাংলা
বেস্ট ক্যাপশন বাংলা

সব ইচ্ছে পূর্ণতা পায় না ,
কিছু অপূর্ণতা নিয়েই বাঁচতে হয়।

caption for facebook bangla
caption for facebook bangla

Facebook Caption Bangla

প্রতিটা মানুষেরই
ঘুমোতে না পারার
একটা অধ্যায় থাকে।

বাংলা ক্যাপশন
বাংলা ক্যাপশন

স্মৃতি হয়ে নয়,
সাথী হয়ে থেকো

আমি ঠিক ততটাই ব্যর্থ
যতটা ব্যর্থ হলে আর
কোনোকিছু পাওয়ার
ইচ্ছে থাকে না।

Also Check : 100+ Best Sad Status Bangla – বাংলা দুঃখের স্ট্যাটাস

যখন পারবেই না
সারা জীবন সাথে থাকতে
তখন কেন এসেছিলে
আমায় কাঁদাতে ?

বেস্ট ক্যাপশন বাংলা

দেওয়া রইলো কতগুলি বেস্ট ক্যাপশন বাংলা।

আকাশের কথা থাক ,
হৃদয়ের কথা শুনি ,
যদিও বিরহ তবুও
মিলনের স্বপ্নজালই বুনি।

খোঁজ নিয়ে দেখো ,
নিঃস্বার্থ ভাবে ভালোবেসেছে যারা
কেউ ভালো নেই আজ তারা।

অসম্পূর্ণ থাকুক বাক্যগুলো।
অপ্রকাশিত থাকুক অনুভূতিগুলো।

দেখার রোগের ওষুধ
দোকানে থাকে কিন্তু
মনের রোগের ওষুধ
প্রিয় মানুষটির কাছেই থাকে।

caption for facebook bangla

দেওয়া রইলো caption for facebook bangla।

তোমার শহর রঙিন ভীষণ ,
চোখ ধাঁধানো আলো।
আমার শহর আমারই মতো
অন্ধকার আর কালো।

হাসি সবসময় আনন্দের অনুভূতি বজায় না।
এটা মাঝে মাঝে এটাও বোঝায়
যে একজন কতটা কষ্ট লুকোতে পারে।

আবেগগুলো অসম্পূর্ণই থাক
কারণ আমি মধ্যবিত্ত।

একটা কালো মেয়ে ,
আর পকেটখালী ছেলেই বোঝে
বাস্তবতা কত কঠিন।

বাংলা ক্যাপশন

দেওয়া রইলো বাংলা ক্যাপশন।

আমাদের আর একসাথে চাঁদ দেখে হল না।
চাঁদ ওঠার আগেই অমাবস্যায় ঢেকে গেল।

নীরবতা যখন কথা বলে
তখন শব্দ নিজে থেকেই
চুপ হয়ে যায়।

কিছু নীরবতা
অকারণে হয় না।
যন্ত্রনাটা এমন হয় যে
আওয়াজটা কেড়ে নিয়ে যায়।

জীবনে যাকে
পাওয়া যাবে না
নিয়তি তার সাথেই
সম্পর্কটা করিয়ে দেয়।

ফেসবুক ক্যাপশন

আমরা এক হতে গিয়ে
একা হয়ে যায়।

তোমাকে পেয়ে যাবো
এই আশাটুকু নিয়েই
সারা জীবন কাটুক।

মনে পড়লেও
আজকে তোমায়
মনে করা বারণ।

পৃথিবীতে সবচেয়ে
অসহায় সে
যে নিজের রাগ অভিমান
কষ্ট কাউকে দেখতে পারে না।
একটু চিৎকার করে
কাঁদতে পারে না।
শুধু মৃদু হাসির আড়ালে
চোখের জল
লুকিয়ে রাখে।

bangla caption for facebook

ভাগ্যের সাথে লড়াইটা
আমার অনেক দিনের।
ভাগ্য আমাকে জিততে দিচ্ছে না।
আর আমি হারতে মোটেও
রাজি নই,
দেখা যাক শেষ পর্যন্ত
কি হয়।

পৃথিবীর সবচেয়ে বড়ো ভুল
কাউকে পাগলের মতো ভালোবাসা।

সেই মানুষটার ভরসা ভেঙো না
যে সবকিছু ছেড়ে
শুধু তোমার ভরসায় বেঁচে আছে।

Best Sad Caption Bangla
Best Sad Caption Bangla

sad ইমোশনাল স্ট্যাটাস

মাটির তৈরী মানুষগুলো
কাগজের তৈরী টাকায়
বিক্রি হয়ে যায়।

পৃথিবীর সবচেয়ে দামি
ওয়াসিং পাওডার হল টাকা।
তোমার চরিত্রে দাগ যতই
গাঢ় হোক না কেন
ঠিক ধুয়ে যাবে।

তোমাকে সেদিনই কিছু বলা ছেড়ে দিয়েছি
যেদিন বুঝেছি
তোমার কাছে আমার কথার কোনো মূল্য নেই।

সম্পর্ক বাঁচানোর তাগিদটা একতরফা হলে
সেই সম্পর্ক আর বাঁচে না ,
মরেই যায়।

bangla sad caption

তোমার খোঁজে নিখোঁজ আমি
না পাওয়ার চোখে অভিমানী।

কত মানুষ ভালো নেই !
অথচ কি সুন্দর
ভালো থাকার অভিনয় করে !

একাকিত্বের একটা আলাদা জগৎ আছে।
সেই জগতে নেই রেষারেষি, নেই দ্বন্দ্ব।

কান্না লুকিয়ে যে
একবার হাঁসতে শিখে গেছে
তাকে তুমি আর
কাঁদাতে পারবে না।

নিজেকে এমনভাবে বদলে ফেলো
যেন সবাই সেই পুরোনো
তুমিটাকেই খুঁজতে থাকে।

কষ্ট তখনি লাগে
যখন চোখের সামনে
ধীরে ধীরে বদলে যায়
প্রিয় মানুষগুলো।

সে আমাকে ভালোবাসেনি
তবুও
কেন সে আমার সব !!!

তবে কি
যুদ্ধে গেলাম ,
তোমায় হারাতে !!

নিজেকে করেছি বারণ
হবোনা কারোর
বিরক্তির কারণ।

ভুল করেও যদি
কখনো মনে পরে
এই আমার ,
মনে রেখো
আমি এখনও আছি
তোমার প্রতীক্ষায়।

হৃদয়ে থেকেও যে হৃদয়ের
ব্যাথা বোঝে না ,
সে আর যাই হোক ,
তোমার আপন মানুষ না।

কখনো কখনো কিছু সম্পর্ক শেষ
করাই ভালো,
অহংকারের জন্য নয়,
নিজের আত্মসম্মানের জন্য।

কথা জমে গেলে মানুষ
বোবা হয়ে যায়

সম্পর্ক তখনই টিকে থাকে,
যখন একজন আঁকড়ে ধরে,
আরেকজন আগলে রাখে।

‘ভালোবাসার মানুষ’ জীবনে আসার চেয়ে,
“ভালো রাখার” মানুষ আসাটা বেশি জরুরি!

আনম্যাচিউর মানুষটাই মুলত সুখী,
ম্যাচিউরিটি চলে এলে মানুষ আনন্দ হারায়,
অভিনয় শিখে যায়!

না বলে মানুষ যেমন হঠাৎ করে ‘আপন’ হয়ে যায়!
তেমনি ‘পর’ হতেও সময় লাগে না!

বিশ্বাস করুন –
সরলতা, লয়ালিটি এসবের আজকাল কোনো দাম নাই!
যার জন্য আপনি সব সময় অপচয় করবেন,
যার জন্য নিজের সবটা উজাড় করে দেবেন,
সেই আপনাকে মূল্যহীন করে চলে যাবে,
আপনি বুঝে উঠার আগেই!
আলোহীন তো ছায়াও পাশে থাকে না,
মানুষ তো বহুদুরের জিনিস!

মানুষ কিছুই ভোলে না,
সব অভ্যাস হয়ে যায়।

বিশ্বাস করো,
বিচ্ছেদ না হলে বুঝতাম-ই না
পৃথিবীর সবচেয়ে সুন্দর মুহূর্ত একাকিত্ব!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *