100+ Good Night Wishes in Bengali – শুভ রাত্রি

Good Night Wishes in Bengali : সকাল পেরিয়ে আসে দুপুর, দুপুর পেরিয়ে আসে সন্ধ্যে, সন্ধ্যে পেরিয়ে আসে রাত্রি। রাত্রি এলেই প্রকৃতির নিয়মে সময় আসে প্রিয় জনকে ক্ষনিকের জন্য বিদায় জানানোর পালা। সুন্দর কতগুলি শুভ রাত্রির শুভেচ্ছা করে তোলে আমাদের রাত মধুর। প্রিয় জনকে শুভ রাত্রির শুভেচ্ছা জানানোর জন্য কিছু সুন্দর সুন্দর ছবি , স্ট্যাটাস , ক্যাপশন নিয়ে আজকে আমরা হাজির হয়েছি।

শুভ রাত্রির শুভেচ্ছা

সারাদিন সকলকে দেখি
কিন্তু রাতে স্বপ্নে শুধু তোমায় দেখি
শুভ রাত্রি

জোৎস্না ভরা চাঁদের আলো,
বন্ধু তুমি থেকো ভালো,
রাত্রি এবার অনেক হলো,
এবার তুমি ঘুমিয়ে পড়ো।
শুভরাত্রি

যদি চাঁদে না থাকতো কলঙ্ক
যদি না থাকতো মনে ব্যাথা ,
যদি হত তোমার বাড়ি খুব কাছে ,
রোজ বলে আসতাম একটু কথা –
শুভ রাত্রি

Also Check : 100+ Sweet Good Morning Wishes in Bengali – শুভ সকাল – সুপ্রভাত

একটা বয়সের পরে
সবাই বুঝতে পারে ,
তর্কের চেয়ে
নীরবতাই ভালো।
শুভ রাত্রি।

রাত হলো ,
নেভাচ্ছি আলো ,
ভোর হলে ,
চোখটি খুলো।
শুভ রাত্রি।

সুখ খুঁজতে খুজতে
একদিন
মৃত্যুর কাছে পৌঁছে যাওয়াই
জীবন।
শুভ রাত্রি।

ধর্য্য এমন এক গাছ
যার সারা গায়ে কাঁটা
কিন্তু ফল মজাদার।
শুভ রাত্রি।

Good Night Wishes in Bangla

দেওয়া রইলো খুব সুন্দর সুন্দর কতগুলি Good Night Wishes in Bangla ।

শুভ রাত্রির শুভেচ্ছা

দেহের ভিতর আছে মন,
মনের ভিতর আছো তুমি
শুভ রাত্রি

Good Night Facebook Post
Good Night Facebook Post

চাঁদ মামা দিলো আলো ,
এবার তুমি ঘুমিয়ে পড়ো
Good Night

Bengali Good Night
Bengali Good Night

Also Check : Quiz on Durga Puja

Good Night Wishes in Bengali

দেওয়া রইলো খুব সুন্দর সুন্দর কতগুলি Good Night Wishes in Bengali ।

দিনের আলো শেষ হল,
রাত্রি আঁধার ঘনিয়ে এলো।
বন্ধু তুমি ঘুমিয়ে পড়ো ,
রাত্রি এবার অনেক হলো।
শুভ রাত্রি

Good Night Wish Bangla
Good Night Wish Bangla

তোমাকে বলছি
অনেক রাত হয়েছে ,
রাত জেগে শরীর খারাপ না করে ,
চুপচাপ মোবাইল বন্ধ করে ,
ঘুমিয়ে পড়ো।
শুভ রাত্রি

subho ratri
subho ratri

অনেকে বলে ,
ঘুমানোর আগে প্রিয় মানুষকে স্মরণ করলে ঘুম ভালো হয়।
তাই ঘুমোবার আগে তোমাকে স্মরণ করে জানায় ,
শুভ রাত্রি।

subho ratrir subhecha

অভিযোগ ফুরায়,
যোগাযোগ ফুরায় ,
অধিকার ফুরায়
তবুও ,
তার প্রতি মায়া ফুরায় না।
শুভ রাত্রি।

Beautiful Good Night
Beautiful Good Night

রাতভর স্বপ্ন দেখে
ভোরবেলা ক্লান্ত
যাকে নিয়ে স্বপ্ন দেখা ,
সে যদি জানতো !
শুভ রাত্রি

gud night wish

বেলাশেষে সৌন্দর্য অস্ত চলে যায় ,
কিন্তু ব্যক্তিত্ব রয়ে যায়।
শুভ রাত্রি

Good Night Nice Dream

শব্দ যখন হেরে যায়,
নীরবতা তখন কথা বলে।
শুভ রাত্রি

Sweet Dreams

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *