50+ Love Status in Bengali | Love Messages | ভালোবাসার উক্তি

Love Status in Bengali | Love Messages । ভালোবাসার উক্তি

Love Status in Bengali: ভালোবাসার মানুষটিকে কে না চাই সুন্দর সুন্দর মেসেজ পাঠাতে। ইচ্ছে থাকলেও অনেক ক্ষেত্রে সুন্দর মেসেজ মনে আসে না। তাই এই ধরণের কিছু খুব সুন্দর ভালোবাসার মেসেজ , ভালোবাসার উক্তি, Love Status in Bengali , Love Messages একসাথে দেওয়া রইলো । Love SMS in Bengali |

Also Check : Love Quotes in Bengali ।  বাংলা প্রেমের উক্তি

তুমি আমার রঙিন স্বপ্ন
শিল্পীর রঙের ছবি , সকাল বেলার রবি,
তুমি আমার নদীর মাঝে একটি মাত্র কূল
তুমি আমার ভালোবাসার শিউলি বকুল ফুল।

শীতের চাদর জড়িযে,
কুয়াশার মাঝে দাড়িয়ে,
হাত দুটো দাও বাড়িয়ে,
শিশিরের শীতল স্পর্শে যদি,
শিহরিত হয় মন,
বুঝেনিও আমি আছি
তোমার পাশে সারাক্ষণ।

আমি ছিলাম
আমি আছি
আমি থাকবো
শুধু তোমারই জন্য।

এমন কোনো মানুষকে বেঁচে নাও,
যে শুধু তোমার জন্য গর্ব
অনুভব করবে না ;
তোমার জন্য জীবনে
যে কোনো ঝুঁকি নিতে
প্রস্তুত থাকবে।

তোমায় আমি বলতে চাই,তুমি ছাড়া প্রিয় আর কেহ নাই।
ভালবাসি শুধু তোমায় আমি,জনম জনম ভালবাসতে চাই।

জীবন এক বিরক্তিকর
অধ্যায়,
তবুও পরবর্তী পরিচ্ছেদে
তুমি আছ বলে ভেবে পাতা
উল্টাই।

Love Messages in Bengali
Love Messages in Bengali

জীবন কারোর জন্য
থেমে থাকে না,
কিন্তু মনটা মাঝে মাঝে
থেমে যায়,
প্রিয় মানুষটার জন্য !!

আমি যদি চলে যাই’ নীল আকাশের কাছে
আমায় তুমি খুজে নিয়ো’ সন্ধা তারার মাঝে
একা যদি লাগে তোমার’ মনে রেখো আমায়
দক্ষিনা বাতাস হয়ে আমি’ ছুয়ে দিবো তোমায়।

ভালোবাসা মানে,
রাস্তায় হাঁটতে হাঁটতে
তার কথা ভেবে
নিজের অজান্তেই হেসে ওঠা।

যতক্ষণ পর্যন্ত না
ভালোবাসায় পাগলামো মেশে ,
ততক্ষন ভালোবাসা
গভীর হয় না।

দুনিয়ার কাছে তুমি একটা
সাধারণ মানুষ ,
কিন্তু একটি সাধারণ
মানুষের কাছে তুমি তার
সম্পূর্ণ দুনিয়া।

ভালোবাসা কি তা আজ
আমি জেনেছি
কেবলমাত্র তোমার জন্য।
I love you so much.

মা বাবা আমাকে জন্ম
দিয়েছে কিন্তু তুমিই সে
যে আমায় বাঁচিয়ে রেখেছো।

তুমি চাঁদ নও তবে চাঁদেরআলো ,
তুমি ফুল নও তবে ফুলের সৌরভ,
তুমি নদী নও তবে নদীর ঢেউ,
তুমি অচেনা নও, তুমি আমার চেনা কেউ !!

তোমায় নিয়ে স্বপ্ন আমার
তোমায় নিয়ে যত আশা
তোমাকে দিলাম আমার
হৃদয় ভরা ভালোবাসা

যাকে ভালোবাসো তাকে চোখের
আড়াল করোনা

– বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

যাকে সত্যিকার ভালোবাসা যায়।
সে অতি অপমান আঘাত করলে হাজার ব্যাথা দিলেও তাকে ভোলা যায় না

–কাজী নজরুল ইসলাম।

চাঁদ কে ভালোবাসি রাত পর্যন্ত ,
সূর্যকে ভালোবাসি দিন পর্যন্ত,
ফুলকে ভালোবাসি সুভাষ পর্যন্ত,
কিন্তু তোমাকে ভালোবেসে যাবো
আমার শেষ নিঃস্বাস পর্যন্ত।

আমার জীবনে কেউ নেই তুমি ছাড়া,
আমার জীবনে কোন স্বপ্ন নেই তুমি ছাড়া,
আমার দুচোখ কিছু খোজেনা তোমায় ছাড়া,
আমি কিছু ভাবতে পারিনা তোমায় ছাড়া,
আমি কিছু লিখতে পারিনা তোমার নাম ছাড়া,
আমি কিছু বুঝতে চাইনা তোমায় ছাড়া !

তোমার হয়ে আছি আমি তোমার হয়ে থাকবো
সারা জীবন তোমায় আমি ভালবেসে যাবো
পাশে থেকো সারা জীবন দুরে যেয়ো না
তোমায় ছারা একটুও আমার’ ভালো লাগে না।

যদি তুমি বাসো ভালো
চাঁদের মত দেব আলো
যদি আমায় ভাবো আপন
হব তোমার মনের মতন
নদী যেমন দেয় মোহনা
তেমনি আমি তোমার উপমা !

যার মনটা পাথরের মতো শক্ত,
জীবনে তাকেই ভালোবাসো।
কারণ সেই পাথরে যদি একবার ফুল ফোটাতে পারো,
তবে সেই ফুল শুধু তোমাকেই সুবাশ দেবে ,
আর কাউকে নয়।

তোমার হয়ে আছি আমি’ তোমার হয়ে থাকবো
সারা জীবন তোমায় আমি ভালবেসে যাবো
পাশে থেকো সারা জীবন দুরে যেয়ো না
তোমায় ছারা একটুও আমার’ ভালো লাগে না

তোমাকে খুব মনে পড়ছে দিব
তোমায় লাল গোলাপ।
স্বপ্নে গিয়ে করবো আলাপ।
বলবো খুলে আমার কথা।
আছে যত মনের কথা।
বলবো তোমায় ভালোবাসি।
থাকবো দুজন পাশাপাশি।

তুমি আমাকে যতই কষ্ট দাও…
আমি তোমাকে আপন করে নেবো,
তুমি আমাকে যতই দুঃখ দাও…
আমি সেই দুঃখকেই সুখ ভেবে নেবো,
তুমি যদি আমাকে ভালোবাসা দাও…
তোমাকে এই বুকে জড়িয়ে নেবো,
আর কখনও যদি তুমি আমাকে ভুলে যাও,
আমি তোমাকে সারাটি জীবন…
নিরবে ভালবেসে যাবো…!

এতো কষ্ট পেয়েও,
তোমাকে ভুল বুঝি নি।
এতো দূরে রয়েও,
তোমাকে ভুলে যায় নি।
নির্ঘুম রাত জেগেও,
স্বপ্ন নিয়ে বেঁচে আছি।
কেনো জানো ?
তোমায় খুব ভালবাসি তাই।

প্রেম মানে হৃদয়ের টান,
প্রেম মানে একটু অভিমান,
২টি পাখির ১টি নীর,
১টি নদীর ২টি তীর ,
২টি মনের ১টি আশা
তার নাম ভালবাসা

তুমি সেই কবিতা !
যা প্রতি দিন ভাবি… লিখতে পারিনা।
তুমি সেই ছবি!
যা কল্পনা করি… আঁকতে পারি না।
তুমি সেই ভালবাসা!
যা প্রতিদিন চাই… কিন্তু তা কখনই পাই না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *